আল আমিন খানঃ
সুখের ঘ্রাণ নিয়ে গাছে গাছে ফুটছে আমের মুকুল। গাছে গাছে বাতাসে ভেসে বেড়াচ্ছে মিষ্টি-মুধুর সুগন্ধ। আমের মুকুল জানান দিচ্ছে মধু মাস সমাগত। টাঙ্গাইলে বাণিজ্যিক ভিত্তিতে আম চাষ না হলেও এর প্রতি স্থানীয়দের আগ্রহ কম নয়। বরং তা ফিবছর বাড়ছে, কেউ কেউ বাণিজ্যিকভাবে আম চাষের চেষ্টাও করছেন।
টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, প্রতি বছরই বাড়ছে আমের চাষ। বিগত ২০১৩-১৪ সালে ৫ হাজার ৮৫৪ হেক্টর জমিতে আম চাষ করা হয়। উৎপাদন হয় ৬ হাজার ৬২৮ মেট্রিক টন। গত ২০১৪-১৫ সালে ৫ হাজার ৮৯১ হেক্টর জমিতে আম চাষ করা হয়। উৎপাদন হয় ৬ হাজার ৯১৫ মেট্র্রিক টন। টাঙ্গাইল জেলায় আমের ভালো ফলন হওয়ায় বাণিজ্যিক ভিত্তিতে আম চাষ দিন দিন বাড়ছে।
সরেজমিনে অনেকেই জানান, বাড়ির আঙিনা ও আশপাশে শখের বসে বা পূর্বসূরিদের অনুকরনে তারা আম গাছ লাগিয়েছেন। ওইসব গাছে মুকুল আসা শুরু করেছে। তারা বাণিজ্যিকভাবে আম চাষ করেন না। প্রতিবছরই আমের ভাল ফলন হওয়ায় অনেকেই আম চাষে আগ্রহী হচ্ছেন।
বাণিজ্যিক ভিত্তিতে যে ক’জন ব্যক্তি আম গাছ রোপণ করেছেন তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত আমের মুকুলে কোন প্রকার ক্ষতি হয় নাই।