গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের খেলার মাঠে গুড উইল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শনিবার(২৩ জানুয়ারি) বিকালে ফাইনাল খেলায় এনায়েতপুরের পিচুরিয়া যুব সংঘকে ৪-০ গোলে হারিয়ে নিউ গ্রীন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলা উদ্বোধন করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সাংসদ আলহাজ মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, লায়ন নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, টাঙ্গাইল সদর ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান আমিরুল ইসলাম খান, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজ কুমার সরকার, ভূঞাপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. এনায়েত করীম জুয়েল, গালা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান ফরজ। অনুষ্ঠান পরিচালনা করেন মাজিদুর রহমান। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ এবং রানার্স আপ দলকে এলইডি টিভি পুরষ্কার দেয়া হয়।