টাঙ্গাইল ৪ মার্চ : টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা উত্তর রাম পাল গ্রামে মোছা. তন্নি (২৫) নামে এক গৃহবধুর রহস্যময় মত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুর ১২ টা দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তন্নি ওই এলাকার আলমিনে স্ত্রী ও সদর উপজেলা সারুটিয়া গ্রামের আমীর হামজার মেয়ে। আলো নামে ৮ মাসের একটি কন্যা সন্তানও আছে তন্নির।
এ ঘটনায় আল-আমিন, আল-আমিনের মা রোকেয়া, বড় ভাই রফিকুল পলাতক রয়েছে। এ ছাড়াও আলআমিনের বিরুদ্ধে মাদক সেবক ও মাদক ব্যবসারও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি গণবিপ্লবকে বলেন, যে ঘর থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেই ঘরের উচ্চতা খুবই কম। একটি মানুষ দাড়িয়ে থাকলে মাথায় ঘরের ছাউনি বেজে পড়বে। আমরা গিয়ে ঝুলন্ত লাশের পাশে আগরবাতি জ্বালানো অবস্থায় দেখতে পেয়েছি। তন্নি যদি আত্মহত্যা করতো তাহলে কে আগরবাতি জ্বালালো।
তন্নির বাবা আমীর হামজা গণবিপ্লবকে বলেন, ২০১৭ সালে আল-আমিনের সাথে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় আমার মেয়ে বিভিন্ন বিষয়ে মারধর করতো। মঙ্গলবার (৩ মার্চ) রাতে আমার মেয়ে গলা টিপে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজায়। আল-আমিন, আল-আমিনের মা রোকেয়া, বড় ভাই রফিকুল মিলে আমার মেয়েকে হত্যা করেছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।
তন্নির দাদি হাজেরা বেগম কান্না জড়িত কণ্ঠে গণবিপ্লবকে বলেন, গত বৃহস্পতিবারে আমার নাতনি তন্নিকে আনতে গিয়েছিলাম। সে তার শ্বশুরবাড়ীর লোকজন আমার সাথে পাঠিয়ে দেয়নি। তারা হত্যা করবে বলেই আমার সাথে নাতনিকে পাঠায়নি।
দাইন্যা ইউনিয়নের মহিলা ইউপি নাজমা বেগম গণবিপ্লবকে বলেন, আমি রাতেই বিষয়টি জানতে পেরে পুলিশকে জানিয়েছি। আমি গিয়ে দেখি লাশ মেঝেতে রেখেছে। বিষয়টি রহস্যজনক।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার গণবিপ্লবকে বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তেমন কিছু বলা যাবে না।