ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার(১ এপ্রিল) সকালে বিনিময় পরিবহনের একটি চলন্ত বাসে এক গার্মেন্টসকর্মী পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় শুক্রবার রাতেই পুলিশ উপ-শহর এলেঙ্গা বাজার থেকে ৩ জনকে আটক করেছে। ধর্ষণের শিকার গার্মেন্টসকর্মী(২৩) বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ধনবাড়ী উপজেলা সদরের বাসের চালক হাবিবুর রহমান নয়ন (২৮), সুপারভাইজার রেজাউল করিম জুয়েল ও হেলপার আব্দুল খালেক ভুট্টু। পুলিশ বাসটিও আটক করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার(৩১ মার্চ) ওই গার্মেন্টসকর্মী গাজীপুর থেকে তার খালার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ীর দত্তপাড়ায় বেড়াতে যায়। শুক্রবার(১ এপ্রিল) সকালে গাজীপুরে যাওয়ার জন্য ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে টিকিট কেটে বিনিময় পরিবহনের ১৯৫৪ সিরিয়ালের একটি বাসে উঠেন। এসময় বাসটির চালক নয়ন ও চার স্টাফ তাকে একাই নিয়ে রওনা হন। পরে বাসটি গন্তব্যে না গিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দিকে যেতে থাকে। এতে তিনি জিজ্ঞেস করলে বাসের স্টাফরা তাকে মারধর ও সব জানালা এবং গেট বন্ধ করে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলেন। এ সময় একে একে বাসের চালকসহ তিনজন তাকে পালাক্রমে ধর্ষণ করে বাস থেকে নামিয়ে দিয়ে চলে যায়।
ধর্ষিতা জানায়, খবর পেয়ে তার স্বামী তাকে উদ্ধার করে। দুপুরে এ ঘটনার বিচারের দাবিতে টাঙ্গাইল শ্রমিক সংগঠনের কার্যালয়ে গেলে সেখানে ধর্ষকরা সবাই উপস্থিত ছিল। এ ঘটনার মিমাংসা করার জন্য ৬ এপ্রিল দিন ঠিক করেছেন শ্রমিক নেতারা। পরে তার স্বামী তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ধর্ষিতার স্বামী জানান, শুক্রবার(১ এপ্রিল) দুপুরে এ ঘটনার বিচারের দাবিতে টাঙ্গাইল শ্রমিক সংগঠনের কার্যালয়ে গেলে সেখানে ধর্ষকরা সবাই উপস্থিত ছিল। এসময় তাদের দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিক নেতা ইলিয়াস, জালু, সেলিম, লাভলু, মেলেটারী সেলিম, লতিফ মুন্সিসহ অনেকেই এ ঘটনার মিমাংসা করার জন্য ৬ এপ্রিল দিন ধার্য করেন।
এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নুর মোহাম্মদ ও গাইনি বিশেষজ্ঞ ডা. রেহেনা পারভীন জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। গার্মেন্টসকর্মীর প্রাথমিক চিকিৎসায় ধর্ষণের আলামত রয়েছে বলে জানান রেহেনা পারভীন।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হাসান ভূঁঁইয়া জানান, এ ঘটনায় শুক্রবার(১ এপ্রিল) সন্ধ্যায় ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাতেই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে।
এদিকে, এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য শ্রমিক সংগঠনের নেতারা উঠে পড়ে লেগেছে। এ কারণে ৬ এপ্রিল মিমাংসার তারিখ নির্ধারণ করা হয়েছে।