গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে বিনিময় পরিবহানের চলন্ত বাসে পালাক্রমে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত চালক ও সহযোগীসহ তিন ধর্ষককে শ্রমিক ইউনিয়ন থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজু জানান, ধর্ষণে জড়িত থাকার অভিযোগে তিন শ্রমিককে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন থেকে শনিবার(২ এপ্রিল) দুপুরে বহিষ্কার করা হয়েছে। এরআগে শুক্রবার(১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ওই বাসের চালক ধর্ষক হাবিবুর রহমান নয়ন, সুপারভাইজার রেজাউল করিম জুয়েল ও হেলপার আব্দুল খালেক ভুট্টুকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, এ ঘটনায় নয়জনকে আসামি করে ভিকটিমের স্বামী মামলা দায়ের করেছেন। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।