টাঙ্গাইল ৪ মার্চ : টাঙ্গাইলে অনুমোদন বিহীন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিক্রির অভিযোগে চার ফার্মেসীকে ৮৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ মার্চ) দুপুরে শহরের রেজিষ্ট্রি পাড়ায় সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ুবী নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ডার্গ সুপার নার্গীস আক্তারসহ আইন শৃংঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ুবী গণবিপ্লবকে বলেন, অনুমোদন বিহীন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিক্রির অভিযোগে ডলি বিশ্বাসকে ৩০ হাজার টাকা, লুৎফর রহমানকে ১৫ হাজার টাকা, রাজীব সাহাকে ১৫ হাজার টাকা, অমল চন্দ্র করকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওষুধ আইন ১৯৪০ এর ১৮/২৭ ধারায় তাদের জরিমানা করা হয়। এ ছাড়া অনুমোদন বিহীন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংশ করা হয়েছে।
এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।