গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলের তিনটি পৌরসভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মেয়র পদে প্রার্থী হওয়ায় ৪ জনকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে। তাদেরকে আওয়ামী লীগের সাংগঠনিক পরিচয়সহ দলীয় সকল পরিচয় প্রদান থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার(১৪ ডিসেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত বহিস্কারের চিঠিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে বহিস্কার করা হল।
বহিস্কৃতরা হচ্ছেন, কালিহাতী পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন খালিদ, গোপালপুর পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন, ভূঞাপুর পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম চঞ্চল।