গণবিপ্লব রিপোর্টঃ দীর্ঘদিন ঘরে টাঙ্গাইলের বিসিক শিল্প নগরীতে একটি অসাধু চক্র বিভিন্ন খাদ্য তৈরির কারখানায় নকল জরুরি শিশুখাদ্য, ওরস্যাল্যাইন, গ্লুকোজ, বিস্কুট, ট্যাঙ, লিচি, চানাচুর, চিপস সহ সরিষার তেল, ডিটারজেন্ট পাউডার তৈরি করছিল। জেলার বিসিক শিল্প নগরীতে স্থাপিত ফ্যাক্টরিতে এসব অনুমোদন বিহীন ভেজাল পণ্য তৈরি করে তাতে বিএসটিআই’র ভুয়া সিল ব্যবহার করা হতো। রোববার দুপুরে বিসিক শিল্প নগরীর এইসব ভেজাল কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালায় র্যাব। এ সময় চারটি প্রতিষ্ঠান থেকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা ও ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, দীর্ঘদিন ধরে বিসিক শিল্প নগরীর রাফা এগ্রো ফুড, পাকিজা ফুড প্রোডাক্ট, প্রিয়া ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরি এবং মেঘনা ফুড ও বিস্কুট ফ্যাক্টরি ভেজাল খাদ্য দ্রব্য তৈরি ও বিক্রি করছিল। গোপন সংবাদের ভিক্তিতে র্যাব-১২, টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম ও বিএসটিআই’র ঢাকার ফিল্ড অফিসার ফরহাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমান ভেজাল খাদ্যদ্রব্য উদ্ধার করে সেগুলো ধংস করা হয়। ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির জন্য রাফা এগ্রো ফুড কোম্পানীর ২ জনকে ৬ মাস করে জেল ও ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের জেল, পাকিজা ফুড প্রোডাক্টের একজনকে ৩ মাসের কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের জরিমানা, মেঘনা ফুড ও বিস্কুট ফ্যাক্টরির একজনকে ৩ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড, প্রিয়া ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরির একজনকে ৩ মাসের কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডসহ ৪টি প্রতিষ্ঠানকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় রাফা এগ্রো ফুড কোম্পানীর কারখানা সিলগালা করা হয়।