গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলের কালিহাতী ও মির্জাপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২১ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান।
কালিহাতী উপজেলার ১০ ইউপি’র শপথ গ্রহনকারী নবনির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন, দশকিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া, বল্লা ইউনিয়নের চান মাহমুদ পাকির, সল্লা ইউনিয়নের আব্দুল আলীম, নারান্দিয়া ইউনিয়নের ে শুকুর মামুদ, গোহালিয়াবাড়ী ইউনিয়নের হযরত আলী, দুর্গাপুর ইউনিয়নের আনোয়ার হোসেন, পাইকড়া ইউনিয়নের আজাদ হোসেন, সহদেবপুর ইউনিয়নের মাসুদুর রহমান বালা, কোকডহরা ইউনিয়নের নজরুল ইসলাম, নাগবাড়ী ইউনিয়নের মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন।
মির্জাপুর উপজেলার ৮ ইউনিয়নে শপথ গ্রহনকারী নবনির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন, আনাইতারা ইউনিয়নের জাহাঙ্গীর আলম, উয়ার্শী ইউনিয়নের মাহবুব আলম, বাঁশতৈল ইউনিয়নের আতিকুর রহমান মিল্টন, জামুর্কী ইউনিয়নের আলী এজাজ খান চৌধুরী রুবেল, গোড়াই ইউনিয়নের তারিকুল ইসলাম নয়া, বানাইল ইউনিয়নের ফারুক হোসেন, ভাতগ্রাম ইউনিয়নের আজাহারুল ইসলাম ও মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান বাদশা মিয়া।