
টাঙ্গাইল ১ এপ্রিল : টাঙ্গাইলে এইচ, এসসি পরিক্ষার্থী ছাত্রদের উদ্যোগে হত-দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা প্রতিরোধে বন্ধ হয়ে গেছে টাঙ্গাইলের দিনমজুর ও হত-দরিদ্রের উপার্জন। যারা দিন আনে দিন খায় উপার্জন বন্ধ হওয়ায় আজ তারা অসহায়। ছেলে-মেয়েদের নিয়ে কোন রকম কষ্ট করেই চলছে তাদের অভাবের সংসার।
বুধবার (০১এপ্রিল) সকালে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যানে ও বিভিন্ন গুরুত্ব পূর্ন স্থানে শতাধিক কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, আলু, লবন, তেল, আরো বিভিন্ন উপকরন বিতরণ করা হয়।
দেশে প্রানঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর শ্রমজীবী মানুষরা। এ সময় পরিবার ও নিম্ন আয়ের মানুষের মাঝে পাশে দারালেন টাঙ্গাইলে এইস এসসি পরিক্ষার্থীর ছাত্ররা।
এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ছাত্রলীগ কর্মি রাফিউ খোশনবীশ এ্যালেক্স, সাধারণ ছাত্র গোপীনাথ সাহা, মিয়াদ, আব্দুল্লাহ, মৃদুল, রিফাত, ফারদিন প্রমুখ।
খাদ্য সামগ্রী পেয়ে আল্লাহ্’র কাছে শুকরিয়া আদায় করেন কর্মহীন হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা।