ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটিকে অবৈধ আখ্যায়িত করে ওই কমিটি বাতিলের বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের আন্দোলনরত নেতাকর্মীরা।
রোববার(২৯ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে করে।
সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মনির সিকদার, শফিউল আলম মুকুল, ছাত্রলীগ নেতা মিলন মাহমুদ, সৈকত চন্দ্র, সাজিদ প্রমুখ। বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সদস্যরা অংশ নেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ জুন কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমূল আলম স্বাক্ষরিত দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে ইসতিয়াক আহম্মেদ রাজিবকে সভাপতি ও শামীম আল মামুন সাধারণ সম্পাদক করা হয়।