ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইল শহরে ছাত্রদলের ডাকা বৃহস্পতিবারের আধাবেলা হরতাল বিরোধী মিছিল করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রলীগ কার্যালয়ের সামনে থেকে হরতাল বিরোধী মিছিল নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছাত্রলীগ কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা তাঁতীলীগের আহ্বায়ক মো. সোলায়মান হাসান, জেলা ছাত্রলীগ নেতা মনির সিকদার প্রমুখ।