গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার(৪ জানুয়ারি) ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়েছে। সকালে নিরালা মোড় থেকে প্রতিষ্ঠা বাষির্কীর শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। জাতীয় পতাকা ও দলীয় পতাকা সহকারে বের হওয়া শোভাযাত্রায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।
এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল পৌরসভার নব-নির্বাচিত মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, সুভাষ চন্দ্র সাহা, শাজাহান আনসারী, সোলায়মান হাসান, গোলাম কিবরিয়া বড় মনি, তানভীর হাসান ছোট মনি, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহেল, মির্জা রানা, শাফিউল আলম মুকুল, মনির সিকদার, সোহেল আনছারী, মিলন মাহমুদ, রাশেদুল ইসলাম জনি, হিমেল, তানজিল, অন্তু, রাকিব প্রমুখ।