গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে ‘পুলিশি কার্যক্রমে জনগণের অধিকার ও দায়-দায়িত্ব এবং পুলিশের কর্তব্য’ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আইন সহায়তা প্রদানকারী ও মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট)-এর আয়োজনে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ২৬ নভেম্বর(বৃহস্পতিবার) ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্লাস্ট-টাঙ্গাইল ইউনিটের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল বাকী মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় ‘অপরাধ দমনে পুলিশী কার্যক্রমে জনঅংশগ্রহনের গুরুত্ব ও কৌশল’ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজী অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারি অধ্যাপক মো. বশীর উদ্দিন খান। সভায় মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন ব্লাস্ট-টাঙ্গাইল ইউনিটের পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ। আলোচনায় অংশ নেন, টাঙ্গাইলের সহকারি পুলিশ সুপার মো. আসলাম ইকবাল, সহকারি পুলিশ সুপার (প্রভিশনার) আশরাফী তাজরিনা, সহকারি পুলিশ সুপার (প্রভিশনার) রেজোয়ানা চৌধুরী, সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ সাংবাদিক ড. মো. কামরুজ্জামান, সরকারি এমএম আলী কলেজের সাবেক অধ্যক্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক ভূইয়া, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার লিপি, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর হোসনে আরা বিউটি, মানব প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী মাহমুদা শেলী প্রমুখ।
আলোচকরা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার, দায়-দায়িত্ব এবং রাষ্ট্রের প্রতি জনগণের প্রতি পুলিশের দায়িত্ব-কর্তব্য নিয়ে মুক্ত আলোচনা করেন। আয়োজকরা জানান, মতবিনিময় সভার উদ্দেশ হল নাগরিকরা থানায় কী কী সেবা পেতে পারে তা ব্যাখ্যা করা, পুলিশি কার্যক্রমে নাগরিকদের অধিকার ও দায়-দায়িত্ব এবং পুলিশের কর্তব্য সম্পর্কে ধারণা ব্যাখ্যা করা, অপরাধ দমনে পুলিশের সাথে জনগণের অংশগ্রহণের গুরুত্ব ও কৌশল সম্পর্কে আলোকপাত করা এবং জনগণের কাছে পুলিশের জবাবদিহিতার পরিবেশ তৈরি করা। যাতে পুলিশ ও স্থানীয় জনগনের মধ্যে আস্থা বৃদ্ধি পায়, স্থানীয় জনগণের সাথে পুলিশী কার্যক্রমের সমন্বয় বৃদ্ধি হয় এবং অপরাধ দমনে কার্যকর উপায় বের করা যায়।
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) প্রধান কার্যালয়ের সিভিল সোসাইটি এন্ড পুলিশ রিফর্ম ইন সাউথ এশিয়া প্রকল্পের প্রজেক্ট ইন্টার্ন কাজী আমিনুল হাসান অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানটির সহায়তায় ছিল কমনওয়েলথ হিউম্যান রাইট্স ইনিশিয়েটিভ এবং ইউরোপীয় ইউনিয়ন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী এডভোকেট খন্দকার আমিনা রহমান, প্রোগ্রাম সাপোর্ট অফিসার মোঃ রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এস.আই) শ্যামল হালদার, নুরুর বাশার, আরিফ ফয়সাল, রফিকুল ইসলাম, মোঃ সোহেল রানা, জেসমিন আক্তার, ডেমোক্রেসি ওয়াচের সমন্বয়কারী এস.এম. মহিউদ্দিন মইন’সহ পুলিশ, সাংবাদিক, মানবাধিকার কর্মী, এনজিও প্রতিনিধি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজী এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ছাত্রছাত্রীরা।
উক্ত মতবিনিময় সভার আয়োজক প্রতিষ্ঠান ব্লাস্ট ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত একটি জাতীয় আইন সহায়তা প্রদানকারী ও মানবাধিকার সংগঠন। ওই সংগঠনে ৩০০ জন কর্মী এবং ২৫০০ জন স্বেচ্ছাসেবী আইনজীবী কাজ করছে। এটি সারাদেশে ১৯টি জেলায় কার্যালয় ও আইনসহায়তা ক্লিনিকের মাধ্যমে আইন সহায়তা প্রার্থীদের নিম্ন আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আইন সহায়তা দিয়ে থাকে। ব্লাস্ট তৃনমূল পর্যায়ে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, আইনি পরামর্শ ও সহায়তা এবং মামলা পরিচালনা ও মধ্যস্থতা করে। অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এডভোকেসির অংশ হিসেবে ব্লাস্ট জনস্বার্থে মামলাও পরিচালনা করে থাকে।