গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে চারলেন সড়ক প্রকল্পে অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের টাকা প্রদানে জমি মালিকদের হয়রানির অভিযোগ উঠেছে। অনেক পরিবার জমি ও স্থাপনার ন্যায্য ক্ষতিপূরণ না পেয়ে পথে বসেছে। অন্যদিকে ভূমি জরিপ কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় দালালদের যোগসাজশে একশ্রেণির টাউট ফসলের ক্ষেত, পুকুর ও ডোবায় বাঁশের খুঁটি দিয়ে টিনের চালাঘর নির্মাণ করে ক্ষতিপূরণ আদায়ের নামে একটি চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। উল্লেখ্য, ২০১৩ সালে শুরু হলেও এখনো কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
জানাগেছে, চারলেন প্রকল্পে গাজীপুরের জয়দেবপুরের ভোগড়া থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার সড়কের দুপাশে প্রায় ৩৬ হেক্টর জায়গা অধিগ্রহণের জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন, সাসেক সংযোগ প্রকল্পের আওতায় অধিগ্রহণ চলছে। আড়াই বছরেও জেলা প্রশাসন প্রকল্পে সব জমি দিতে পারেনি। তবে প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনে জমি অধিগ্রহণ বাবদ প্রায় ২৮৪ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। ২০১৩ সালে চারলেনের কাজ শুরু হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ আদায়ের নামে একটি চক্র ফসলের ক্ষেত, পুকুর ও ডোবায় বাঁশের খুঁটি দিয়ে টিনের চালাঘর নির্মাণ করে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। অন্যদিকে কেউ কেউ জমি ও স্থাপনার ক্ষতিপূরণটুকুও পাচ্ছে না। এ নিয়ে চরম হতাশায় পরেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কাটরা গ্রামের রিয়াজ উদ্দিন অভিযোগ জানান, প্রকল্পের কর্মকর্তারা জমি অধিগ্রহণ বাবদ প্রথমে তাকে ২ কোটি ২৬ লাখ টাকা দেয়ার কথা বলেছিলেন। এক কিস্তিতে ২৬ লাখ টাকা পরিশোধ করে তাকে বলা হয়েছিল আরো দুটি কিস্তি দেয়া হবে। এ টাকা পেতেও তাকে ২ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। তিনি আজ পর্যন্ত কোনো টাকা পাননি। অফিস কর্তৃপক্ষ ক্ষতিপূরণের বাকি টাকা পরিশোধে গরিমসি করছে। রিয়াজ উদ্দিনের ছেলে রতন মিয়া ও রুস্তম মিয়া অভিযোগ করে জানান, জাহাঙ্গীর নামে ডিসি অফিসের এক কর্মকর্তা তাদের আজ নয়, কাল বলে ৩ মাস ধরে হয়রানি করছেন এবং হুমকি দিয়ে আসছেন। একই উপজেলার পাকুল্যা এলাকার একাধিক ব্যবসায়ী অভিযোগ করে জানান, সরকার ২০ লাখ টাকা জমির জমির দাম ৬ লাখ টাকা ধরেছে। বড় কর্তাদের শতকরা ১০ টাকা ঘুষ দিয়ে ক্ষতিপূরণের টাকা আনতে হয়েছে।
অন্যদিকে একশ্রেণির টাউট ফসলের ক্ষেত, পুকুর ও ডোবায় বাঁশের খুঁটি দিয়ে টিনের চালাঘর নির্মাণ করে ক্ষতিপূরণ আদায়ের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লাল হোসেন অভিযোগ অস্বীকার করেছেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন জানান, চারলেন প্রকল্পের জমি অধিগ্রহণের বিষয়টি জেলা প্রশাসন দেখভাল করছে। এখন পর্যন্ত কোনো প্রকার অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।