মো. শিপন মিয়াঃ
‘গরীব-দুঃখির বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার(২৮ এপ্রিল) সকালে আদালত চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরে আদালত প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ, স্পেশাল জজ ওয়াহিদুজ্জামান শিকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম খালেদা ইয়াসমিন, জিপি আনন্দ মোহন আর্য্য, পিপি অ্যাডভোকেট আলমগীর খান মেনু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মুলতান উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মহসিন সিকদার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আবুল মুনছুর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা লিগাল এইড অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম।
এ উপলক্ষে আদালত চত্ত্বরে লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সংগঠন স্টল প্রদর্শন করে।