
জাতীয় আইনজীবী ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংবিধান বিশেষজ্ঞ, কেন্দ্রীয় জাতীয় আইনজীবী ফেডারেশনের সভাপতি, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।
মতবিনিময় সভায় জাতীয় আইনজীবী ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. সুজাত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কবির হোসেন উজ্জল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. আবুল কাশেম, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, অ্যাডভোকেট জহুরুল হক জহির, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদীন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদার, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আবু তাহের প্রমুখ।
এসময় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক অ্যাডভোকট শামছুল আলম লাল, অ্যাডভোকেট মো. আবুল হোসেন, ফকির শাহ আলম, আবু তায়েব, মো. আব্দুল কাদের তুলা, সদস্য মো. খোরশেদ আলম, মো. তোফায়েল আহমেদ, জাতীয় আইনজীবী ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সদস্য অ্যাডভোকেট মো. শামছুল আলমসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও আইনজীবী ফেডারেশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।