গণবিপ্লব রিপোর্টঃ
‘দুর্যোগে পাবোনা ভয়, দুর্যোগকে আমরা করবো জয়’ এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইল সদর, মির্জাপুর, সখীপুর, গোপালপুর ও ঘাটাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার(১০ মার্চ) র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলায় করণীয় ‘মহড়া’ অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষি করে। পরে জেলা সদর রোডে বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে দুর্যোগ মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেনর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
সকালে মির্জাপুর উপজেলা পরিষদের সামনে থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ একাব্বর হোসেন এমপির নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে আলোচনা সভায় মিলিত হয়।
সখীপুরে সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনাসভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, ইউএনও এসএম রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ছবুর রেজা প্রমুখ। ঘাটাইলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। সকালে উপজেলা পরিষদের সামন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রভাংশু সোম মহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম, অফিস সহকারী মো. হারুন অর রশিদ, মো. আব্দুর রহিম, মো. ওয়াজকরণী প্রমুখ।