গণবিপ্লব রিপোর্টঃ
৮ম জাতীয় পে-স্কেল অবিলম্বে বাস্তবায়নের সুনির্দিষ্ট ঘোষণাসহ ২১ দফা দাবিতে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার(১৯ মার্চ) দুপুরে স্থানীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ও সমন্বয়ক অধ্যাপক মো. আজাহার আলী মিয়া, সমরেশ চন্দ্র পাল, এসএম আব্দুল আওয়াল, মো. শহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন তালুকদার, উপাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, বাবর আলী তালুকদার, আব্দুল হালিম, উপাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, ফারুকুর রহমান মনি, ওয়াদুল, ওয়াজনবী প্রমুখ। এ মানববন্ধনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষক কর্মচারীরা অংশগ্রহণ করেন।