গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার(৩০ মে) সকালে জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে কোরআনখানী, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। গণভোজের উদ্বোধন করেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুজ্জামিল শাহীন, আতোয়ার রহমান জিন্নাহ, আবুল কাশেম, দেওয়ান শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কৃষক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন, ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনিরসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।