গণবিপ্লব রিপোর্টঃ
সারাদেশে চলমান সাঁড়াশি অভিযানের পঞ্চম দিনে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হাবিবুর রহমান (৩৫) নামে এক জেএমবি সদস্যসহ ৫৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) ওই সদস্য বাসাইল উপজেলার হাবলা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বাসাইল থানায় জেএমবি সংশ্লিষ্টতার অভিযোগে দুটি মামলা রয়েছে। ওই মামলা দু’টিতে তিনি জামিনে ছিলেন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আসলাম খান জানান, মঙ্গলবার(১৪ জুন) রাত থেকে বুধবার(১৫ জুন) সকাল পর্যন্ত জেলার ১২টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামিও রয়েছে।
উল্লেখ্য, জেলা পুলিশ পরিচালিত অব্যাহত সাঁড়াশি অভিযানের প্রথম দিন শুক্রবার ৬৮, দ্বিতীয় দিন শনিবার ৬৫ তৃতীয় দিন রোববার ৫২, চতুর্থ দিন সোমবার ৭০, পঞ্চম দিন মঙ্গলবার ৪৫ জনকে আটক করা হয়।