গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে জেএমবির সদস্য আকরামুল ইসলামসহ ৫২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার(১১ জুন) রাত থেকে রোববার(১২ জুন) সকাল পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জেএমবি সদস্য আকরামুল ইসলাম মির্জাপুর উপজেলার আদাবাড়ি গ্রামের ইসহাক আলীর ছেলে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান জানান,
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুদ্দিন জানান, আকরামুল ইসলামের বিরুদ্ধে ২০০৫ সালে সবুজবাগ থানায় দুইটি অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। একই বছর তার বিরুদ্ধে নিউমার্কেট থানায় বিস্ফোরক আইনে মামলা হয়। এছাড়াও সে হবিগঞ্জে ৫টি মামলা থেকে অব্যহতিপ্রাপ্ত আসামি।