ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইল স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঢাকার টিম বিজেএমসি ক্লাবকে ১-০ গোলে হারিয়ে স্বাগতিক ইয়ুথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। খেলার ৫৩ মিনিটে টাঙ্গাইলের ইয়ুথ ক্লাবের সোহেল রানা সেট পিচ থেকে দর্শনীয় শটের মাধ্যমে একমাত্র জয়সূচক গোলটি করেন। মাঠে প্রায় ২৫ হাজার দর্শকের উপস্থিতিতে জেলার সবচেয়ে বড় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নবম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্ব পুরস্কার বিতরণ পর্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আলী, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ হাসান ফিরোজ।
বুধবার বিকাল তিনটায় শুরু হওয়া ফাইনাল খেলায় দুই দলে জাতীয়, আবাহনী, শেখ জামাল, মোহামেডান, ব্রাদার্স ও বিদেশী খেলোয়াররা অংশ নেন।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন ইয়ুথ ক্লাবের ইউসুফ। টুর্নামেন্টে ৬টি গোল করে সেরা গোলদাতা হয়েছেন একই ক্লাবের বিদেশী খেলোয়ার ডিডন। আর ফাইনাল খেলায় সেরা খেলোয়ার হয়েছেন ইয়ুথ ক্লাবের গোলদাতা সোহেল রানা।
গত ৬ নভেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ঢাকার ১০টি এবং টাঙ্গাইলের ২টি ক্লাব দল অংশগ্রহণ করে।