গণবিপ্লব রিপোর্টঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
এ উপলক্ষে সোমবার(৪ এপ্রিল) সকালে পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামছুল আলম তোফা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, যুগ্ম-সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, সাদেকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ, জেলা ছাত্রদলের সাধারণ সভাপতি রাশেদুল আলম রাশেদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির প্রমুখ। জেলা তাঁতীদল, মহিলাদলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও সমাবেশে উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অবিলম্বে বাতিল না করলে কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন।