গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে ১১তম জেলা স্কাউটের পাঁচদিন ব্যাপি সমাবেশ করটিয়া এইচএম ইনস্টিটিউট অ্যান্ড কলেজ মাঠে বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) শেষ হয়েছে।
সমাপনী দিবসে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, করটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খালেকুজ্জামান চৌধুরী। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটের সাবেক নির্বাহী সচিব মো. নজরুল ইসলাম।
সমাবেশ শেষে জেলার সেরা স্কাউটদের মাঝে ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করা হয়। এবারের স্কাউট সমাবেশে জেলার ১২টি উপজেলার মোট ৭২টি ইউনিটের ৭ শতাধিক স্কাউট অংশ গ্রহণ করে।