বাসাইল সংবাদদাতাঃ
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাঐখোলা নামক স্থানে সোমবার(৪ জানুয়ারি) ভোরে ট্রাকের ধাক্কায় পিকআপের হেলপার নিহত হয়েছেন। নিহত হেলপারের পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ুন কবির জানান, সোমবার(৪ জানুয়ারি) ভোর ৪ টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি পিকআপকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার (২০) নিহত ও চালক রানা (২৮) আহত হন। গুরুতর আহত অবস্থায় রানাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।