স্টাফ রিপোর্টারঃ
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা নামক স্থানে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত কমপক্ষে ২০ জন।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, বগুড়াগামী সিমেন্ট ও যাত্রীবাহী একটি ট্রাক ঘটনাস্থলে পৌছালে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের ছাঁদে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে খাঁদে পরে থাকা ট্রাকের নিচে বেশ কয়েকজন যাত্রী আটকে রয়েছে বলেও জানান তারা।
টাঙ্গাইল মডেল থানার সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফ উল ইসলাম জানান, শনিবার ১০ সেপ্টেম্বর দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা নামক স্থানে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্ট ও যাত্রীবাহী একটি ট্রাক ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষের বাসটি দুমড়ে মুচড়ে যায় ও ট্রাকটি রাস্তার পাশের একটি খাঁদে পরে যায়। এ দূর্ঘটনায় ট্রাকে থাকা কমপক্ষে ২০ যাত্রী আহত হয়। এর মধ্যে খাঁদে আরো কয়েকজন নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসকর্মীরা ইতমধ্যে নিহত ৫ যাত্রীকে উদ্ধার করেছে। এদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও ১ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আহতদের মধ্যে ৫ জন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় আহতরা হলেন, বগুড়া নন্দিপাড়া গ্রামের শান্তনা (৩০), সিরাজগঞ্জ জেলার মেছড়া ইউনিয়নের আকনাদীঘি গ্রামের মাসুদ (৪০), সেফালী খাতুন (৩০), শান্ত (১০) শাওনসহ (৫) আরো অনেকে এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।