ভ্রাম্যমান প্রতিনিধিঃ বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া নামকস্থানে মঙ্গলবার(৩ নভেম্বর) দুপুরে বাবার হাত ধরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির পণ্যবাহী একটি ট্রাকের চাপায় ৫ বছরের শিশু ফাতেমা আক্তার নিহত হয়েছে। নিহত ফাতেমা আক্তার বাসাইল উপজেলার হাবলা বিলপাড়া গ্রামের লিটল মিয়ার মেয়ে। এ ঘটনায় এলাকাবাসী ট্রাকটি আটকে রেখে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
প্রত্যদর্শী ও পুলিশ জানায়, মহসড়কের নাটিয়াপাড়ায় বাবার সঙ্গে রাস্তা পার হওয়ার সময় ফাতেমা আক্তার নামে ওই শিশুটিকে পণ্যবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে এবং মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশারফ হোসেন জানান, ঘটনার পর পরই স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবরোধ সৃষ্টি করায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।