গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ২০১৬-১৮ মেয়াদের অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শ্রমিকদের একাংশ।
মঙ্গলবার(২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন। তিনি বলেন, গত ২০ নভেম্বর টাঙ্গাইল জেলা ট্রাক, ড্রাম ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রাঙ্কলরী, মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ২০১৬-১৮ মেয়াদের নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়েছে। ৪ হাজার ২২১ জন ভোটারের মধ্যে ১ হাজার ৭৪৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, গঠনতন্ত্রের ২৪ ধারা মতে এ নির্বাচন বিধিসম্মত হয়নি। সংগঠনের নির্বাচিত কমিটির মেয়াদ এক বছর হলেও গঠনতন্ত্র সংশোধন না করেই ত্রি-বার্ষিক নির্বাচন দেখানো হয়েছে। সংবিধান বহির্ভূত একটি নির্বাচন করে কারচুপির মাধ্যমে ফলাফল নিজেদের পক্ষে নেয়া হয়েছে। ওই নির্বাচন বাতিল করে পূনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান শ্রমিক নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ২০১৬-১৮ মেয়াদের নির্বাচনে সভাপতি প্রার্থী মিজানুর রহমান, সহ-সভাপতি প্রার্থী তমছের আলী, সাধারণ সম্পাদক প্রার্থী কোরবান আলী ও সাবেক কোষাধ্যক্ষ আব্দুল হাকিম।