গণবিপ্লব রিপোর্টঃ
বঙ্গবন্ধুসেতু-ঢাকা টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের রসুলপুরে শুক্রবার(৮ এপ্রিল) সকালে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, সিএনজি চালিত অটোরিকশা চালক কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আক্তার হোসেনের ছেলে সাদিকুল (৩০), লালমনিরহাট জেলার হাতীবান্দা উপজেলার নিকশেখসিন্ধু গ্রামের শাহাবউদ্দিনের ছেলে শহর আলী (২৫), একই এলাকার কলিম উদ্দিনের ছেলে জহর আলী (৩৫)।
ওই ঘটনায় আহতরা হচ্ছেন, হাতীবান্দা উপজেলার গন্ডিমারে এলাকার মৃত হায়াত আলীর ছেলে আয়নাল (৬০), নিকশেখসিন্ধু গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইয়াকুব, একই এলাকার সঞ্জা (২৫)। এদের মধ্যে গুরুতর আহত আয়নাল ও সঞ্জা টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় ইয়াকুব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি মালবাহী ট্রাক শুক্রবার(৮ এপ্রিল) সকাল সোয়া ৬টারদিকে টাঙ্গাইলের রসুলপুরে উৎসব ফিলিং স্টেশনের(উৎসব ফিলিং স্টেশন কালিহাতী ও টাঙ্গাইল দর উপজেলার সীমান্তে অবস্থিত) কাছে এসে পৌঁছলে বিপরীত থেকে আসা টাঙ্গাইলগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই অটোরিকশা চালক সাদিকুল নিহত হয়। পরে গুরুতর আহত আটোরিকশার পাঁচ যাত্রীকে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আহত অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।