ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের জোকারচর নামকস্থানে বৃৃহস্পতিবার(৫ মে) ভোর ৪টার দিকে রেলক্রসিংয়ে ট্র্রেন ও ট্র্রাকের সংর্ঘষে ২জন নিহত ও একজন আহত হয়েছে। নিহতরা হচ্ছেন, কালিহাতী উপজেলার মীরহামজানি গ্রামের বাদল ঘোষের ছেলে ট্রাক চালক মিহির ঘোষ(৫২) এবং একই উপজেলার গোহালিয়াবাড়ি গ্রামের সেকান্দর আলীর ছেলে ট্রাকের হেলপার ফজল (৩৩)।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) আছাবুর রহমান জানান, রাতে ঢাকা ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্র্রেনটি বৃহস্পতিবার(৫ মে) ভোর ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের জোকারচর রেলক্রসিংয়ে এসে পৌঁছায়। এ সময় একটি ট্র্রাক রেলক্রসিং পাড় হচ্ছিল। এতে দ্রুতবেগের লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সাথে ট্র্রাকের সংর্ঘষ হয়। ট্রাকে থাকা দু’জন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত একজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত গোলিয়াবাড়ি গ্রামের লতিফ মন্ডলের ছেলে সাজেদুলকে (২২) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, অবৈধভাবে রেললাইনের উপর দিয়ে রাস্তা বানিয়ে ট্রাকযোগে বালু পরিবহন করায় এ ঘটনা ঘটেছে।
অপরদিকে, বৃহস্পতিবার(৫ মে) সকাল সাড়ে আটটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে কালিহাতী উপজেলার সাইকরাইল নামক স্থানে ইটভর্তি ট্রাকের চাপায় সেলিম মিয়া (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সেলিম মিয়া কালিহাতী উপজেলার মুলিয়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম ফরাজী জানান, ঘাটাইল থেকে এলেঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসা ইটভর্তি একটি ট্রাক টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে কালিহাতী উপজেলার সাকরাইল নামক স্থানে পৌঁছলে রাস্তা পাড় হতে থাকা সেলিমকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।