গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন ভবন কমপ্লে¬ক্স এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
র্যাব সূত্র জানায়, ১৫-১৬ জন ডাকাত ইউনিয়ন পরিষদ ভবনে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে সোমবার(৪ এপ্রিল) ভোর রাতে চারদিক থেকে থেকে ভবনটি ঘিরে ফেলে র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে চারদিকে ছোটাছুটি করতে থাকে ডাকাতরা। শেষে কতগুলো পালিয়ে যেতে সক্ষম হলেও চারজনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা। পরে তাদের কাছ থেকে ৭.৬৫ একটি বেদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, রাম দা, চাপাতি, কিরিচ, চাপাতি ও নগদ সাত হাজার টাকা এবং তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা জানায়, সোমবার(৪ এপ্রিল) ভোর রাতে বাঘিল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে ফজলু ড্রাইভার ও উজ্জলের নেতৃত্বে যুগনী হাটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ওই ইউনিয়নের ওমরপুর গ্রামের কোরবান আলীর ছেলে মো. আবুল কাশেম, কাশিনগর গ্রামের হযরত আলীর ছেলে মো. ইব্রাহিম, কৃষ্ণপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মো. নজরুল ইসলাম ও মায়া শু-প্রভাত গ্রামের আব্দুল হকের ছেলে মো. সাইদুল ইসলাম।
টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মো. মহিউদ্দিন ফারুকী জানান, সোমবার(৪ এপ্রিল) ভোর ৪টার দিকে ওই চারজনসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত ইউনিয়ন পরিষদ কমপ্লে¬ক্সে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও চারজনকে আটক করে র্যাব। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল বলেও জানান তিনি। এছাড়া তাদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় হত্যা, ডাকাতি, অপহরণ, গুম ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।