গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল সদর উপজেলার মামুদনগর ইউনিয়নের গোল চত্বর খেয়া ঘাটে শুক্রবার(১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ডাকাতের গুলিতে ইকবাল হোসেন(৩৬) নামে এক পল্লী চিকিৎসক খুন হয়েছেন। নিহত ইকাবাল হোসেন সদর উপজেলার বাহুলী গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে।
টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, টাঙ্গাইল সদর উপজেলার মামুদনগর ইউনিয়নের গোলচত্বর বাজারে পল্লী চিকিৎসার পাশাপাশি ইকবালের বিকাশের দোকান ছিল। তিনি শুক্রবার(১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে গোলচত্বর খেয়া ঘাটে নদী পার হচ্ছিলেন। এ সময় ৮-১০ জনের একটি ডাকাত দল তাকে গুলি করে সঙ্গে থাকা টাকা নিয়ে যায়। আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।