টাঙ্গাইল ৪ মার্চ : টাঙ্গাইল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে টেকসই “ডিজিটাল বাংলাদেশ ” শীর্ষক সেমিনার বুধবার (৪ মার্চ) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বজলুর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মুহাম্মদ শাহীন উদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি প্রমুখ।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক- সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন সেমিনারে অংশ নেন।
বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠন বর্তমান সরকার সারাদেশে বিভিন্ন কর্মসুচী প্রনয়ন করেছে। এই কর্মসূচি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সকল দপ্তরে কর্মকর্তা-কর্মচারীসহ সকল পর্যায়ের লোকজনকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।