গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার(১১ নভেম্বর) ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার পঞ্চম বাষির্কী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারি, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। র্যালি শেষে ভাসানী হল মিলনায়তনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনিরা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সমন্বয়কারী মো. মাজেদুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।