গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে ডিপ্লোমা কৃষিবিদরা ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানবন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে। টাঙ্গাইল প্রেসক্লাব চত্তরে রোববার(১৪ ফেব্রুয়ারি) সকালে ডিকেআইবি’র উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘণ্টাব্যাপি মানববন্ধন শেষে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১০ গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ(ডিকেআইবি) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মোজ্জাফর আলী খান, সহ-সভাপতি আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক এমএ জলিল প্রমুখ