গণবিপ্লব রিপোর্টঃ
ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ১২০ (ক)/১২৪ (ক)/৫০০/৫০১ দ.বি. ধারায় রাষ্ট্রদ্রোহ ও ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার(১৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বাদি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রকাশ করার অভিযোগে মামলাটি দায়ের করেন।
শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম মামলাটি আমলে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমোদন গ্রহন সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জকে(ওসি) আদেশ দিয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, ডেইলী স্টার নামক ইংরেজি পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম ১/১১’র ফখরুদ্দিন-মঈন উদ্দিন সরকারের সময় বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করার প্রচেষ্টায় একটি সংস্থার সরবরাহকৃত তথ্য যাচাই-বাছাই না করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেন। এতে সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়।
এছাড়া ২০০৭ সালের ২ জুন মাহফুজ আনাম তার পত্রিকায় ‘ভিতরে ও বাইরের চাপে শেখ হাসিনা’ শীর্ষক প্রকাশিত সংবাদে লিখেছিলেন, ‘দলের ভেতরে ও বাইরে শেখ হাসিনার পদত্যাগ চাপ বাড়ছে। সরকার তার মিগ-২৯ কেলেংকারী এবং পল্টন হত্যা নিয়ে তদন্ত করছে। আর এদিকে দলের অনেক সিনিয়র ও মাঝারি পর্যায়ের নেতা আওয়ামী লীগ থেকে শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন। তার দলের অনেক নেতা তাকে এড়িয়ে চলছেন।’
একই বছর ৩ জুন ‘শেখ হাসিনা বিত্তবানদের কাছ থেকে টাকা নিতেন’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশ করা হয়।
এ সংবাদ প্রকাশ করার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, বাংলাদেশ আওয়ামী লীগের ও বাদির নিজের ১০০ কোটি টাকার মানহানি হওয়ায় এবং রাষ্ট্রদ্রোহ সংবাদ প্রকাশ করায় মামলাটি দায়ের করা হয়েছে।