গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে ডেমোক্রেসি ওয়াচের ‘কর্মসংস্থান সৃষ্টি ও যুবনীতি বাস্তবায়ন সমস্যা’ শীর্ষক অ্যাডভোকেসি সভা বুধবার(২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
শহরের আশেকপুরে ডেমোক্রেসি ওয়াচের হলরুমে টাঙ্গাইল সদর উপজেলা যুব উন্নয়ন ফোরামের সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আজিজুর রহমান তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. ছানোয়ারুল হক, ডেমোক্রেসি ওয়াচের জেলা কো-অর্ডিনেটর শামীম আল মামুন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আব্দুল বাছেত, জাস্টিস ফল অল-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মঈন উদ্দিন মঈন, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদ আলী খান পন্নী, ব্লাস্টের প্রতিনিধি অ্যাডভেকেট আমেনা রহমান, সিরাজুর রহমান সিরাজ প্রমুখ। সভা সঞ্চালনা করেন, ডেমোক্রেসি ওয়াচের এলডিপি প্রোগ্রাম অফিসার আছমা উল হুছনা পারিশা।
উল্লেখ, ডেমোক্রেসি ওয়াচের লিডারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের(এলডিপি) আওতায় টাঙ্গাইল সদর উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের এক হাজার ৮ ব্যক্তিকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হয়। এরমধ্যে ৫০৪ জন যুবক-যুবতি ও ৫০৪ জন অগ্রজ।