গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলার পৌরসভার চরকাগমারা গ্রামে বাজার থেকে কেনা তরমুজ খেয়ে ফাহিম (৬) নামে এক শিশুর মৃত্যু ও ওই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। রোববার(১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। ফাহিম পৌরসভার চরকাগমারা গ্রামের বাবু মিয়ার ছেলে। এ ঘটনায় তরমুজ বিক্রেতা মো. সাইফুল ইসলামকে পুলিশ আটক করেছে। অসুস্থদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন, ফাহিমের বাবা বাবু মিয়া ও দাদা মোমিন মিয়া।
টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল ফকির জানান, শনিবার(৯ এপ্রিল) সন্ধ্যায় মোমিন মিয়া বাজার থেকে একটি তরমুজ কিনে বাড়িতে নিয়ে যান। রোববার(১০ এপ্রিল) বিকালে সেই তরমুজটি পরিবারের সবাই এক সঙ্গে খান। এর পরপরই শিশু ফাহিমসহ ছয়জন অসুস্থ হয়ে পড়ে।
তিনি আরো জানান, অসুস্থ ছয়জনকে উদ্ধার করে প্রতিবেশীরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ফাহিমের মৃত্যু হয়। অসুস্থ বাকি পাঁচজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তরমুজ ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। আটককৃত সাইফুল পৌরসভার থানা পাড়ার আব্দুল বারেকের ছেলে। তিনি শহরের জগলু রোডের নিরালা মোড়ে তরমুজের ব্যবসা করেন। রোববার(১০ এপ্রিল) রোববার(১০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার পশ্চিম আকুর টাকুর পাড়া থেকে তাকে আটক করা হয়।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক ভূইয়া জানান, পুলিশ শহরের তরমুজের দোকান থেকে নমুনা সংগ্রহ করেছে। তরমুজের নমুনাগুলো পরীক্ষা করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।