গণবিপ্লব রিপোর্টঃ
জনগণের দোরগোড়ায় ই-সেবা পৌঁছে দেয়ার অংশ হিসাবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে টাঙ্গাইলে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা চলছে। মঙ্গলবার(২৬ জানুয়ারি) বিকালে সরকারি বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি ফজলুর রহমান খান ফারুক।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিরা সুলতানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ছানোয়ারুল হক, সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, সরকারি বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দল করিম প্রমুখ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনের (এটুআই) সহযোগীতায় ও জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী মেলায় চারটি প্যাভিলিয়নে সরকারি ই-সেবা, শিক্ষা, ই-কমার্স এবং তরুণ উদ্যোক্তাদের ১২০টি স্টল অংশ নিচ্ছে। এসব স্টল প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকছে। মেলা প্রাঙ্গনে প্রতিদিন আলোচনা সভা, শিক্ষার্থীদের বিজ্ঞান ভিক্তিক বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।
মেলায় বিনামূল্যে ওয়াইফাই সেবাসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছে।