ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বরুহা হোসনে আরা হাসান উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে টাঙ্গাইল, মানিকগঞ্জ ও ময়মনসিংহ জেলার প্রতিবন্ধি ও অপ্রতিবন্ধি শিশু-কিশোরদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল, বাংলাদেশের সহযোগীতায় কমিক রিলিফ-এর অর্থায়নে টাঙ্গাইল ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট রোববার(৩১ জানুয়ারি) দুপুরে বরুহা হোসনে আরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ওই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, টার্গেট বল ও ডার্টি বোর্ড এই চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে তিন জেলার শতাধিক প্রতিবন্ধি ও অপ্রতিবন্ধি খেলোয়ার অংশ গ্রহন করে।
প্রতিযোগিতা শেষে টাঙ্গাইল ডিপিওডি-এর সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্র্রেট মোনতাসির জাহান, হ্যান্ডিক্যাপ-ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডাইরেক্ট সারমিন খান, ছিলিমপুর ইউপি চেয়ারম্যান হাসমত আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আ. রাজ্জাক ও শিপন মিয়া।