ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের জোকারচর নামকস্থানে রোববার(১৪ ফেব্রুয়ারি) সকালে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার জুলফিকার আলী নিহত হয়েছেন। নিহত জুলফিকার আলী নীলফামারীর দোহার উপজেলার আক্কাস আলীর ছেলে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) আখেরুজ্জামান জানান, মহাসড়কের জোকারচর নামকস্থানে ১৬নং ব্রিজের কাছে সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় উত্তরবঙ্গগামী ট্রাকের হেলপার জুলফিকার আলী ঘটনাস্থলেই নিহত হয়।