টাঙ্গাইল ৩ মার্চ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে টাঙ্গাইলে সাধারণ গ্রন্থাগারের আয়োজনে তিন দিনব্যাপি ৫ম বাংলা কবিতা উৎসব শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) শুরু হওয়া এই উৎসবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের চার শতাধিক কবি যোগ দিয়েছেন। এ ছাড়াও উৎসবে যোগ দিতে ভারতের ৬০ জন কবি অংশ নিয়েছেন।
সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
জেলা প্রশাসক ও সাধারণ গ্রন্থাগারের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ভারতে কবি অমৃত মাইতি, মৃণাল বসু চৌধুরী, কমল চক্রবর্তী, সুখমার বাগচি, শ্যামল ক্রান্তি দাস, শংকট চক্রবর্তী, বাংলাদেশের কবি আল মুজাহিদী, আলী ইমাম, বুলবুল খান মাহবুব, জাহিদুল হক, মাহবুব সাদিক ও মাকিদ হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন বিরতির পর বিকালের দ্বিতীয় অধিবেশনে চলবে দুপর্বে কবিতা পাঠ। সন্ধ্যায় কবি সাহিত্যিকদের নিয়ে আলোচনা শেষে চতুর্থ অধিবেশনে অরণ্য সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। ভারতের কবি প্রভাত কুমার মুখোপাধ্যায় ও পার্থসারথি গায়েন এবং বাংলাদেশের কবি জাহিদ হায়দার ও মুজিবুল হক কবীর।
এ নিয়ে ভারতে কবি অমৃত মাইতি গণবিপ্লবকে জানান, এর আগে চারবার টাঙ্গাইলে অনুষ্ঠিত বাংলা কবিতা উৎসবে যোগ দিয়েছি। বাংলাদেশের মানুষ বাংলা ভাষার জন্য বুকের রক্ত দিয়েছেন। রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। তাই বাংলাদেশ প্রতিটি বাঙ্গালীর তীর্থক্ষেত্র।
এ প্রসঙ্গে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল গণবিপ্লবকে জানান, উৎসবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কবিধাম হিসেবে পরিচিত টাঙ্গাইলে বাংলাদেশ ও ভারতের কবিদের অংশ গ্রহণে এ উৎসব বর্ণাঢ্য হয়ে উঠবে বলে।