গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে সড়ক ও জনপথ বিভাগের সড়কে অবৈধভাবে গড়ে তোলা দু’শতাধিক দোকান-পাট উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(১৫ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি আব্দুর রহিম সুজন ।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি আব্দুর রহিম সুজন জানান, টাঙ্গাইল পৌর এলাকার শামসুল হক তোরণ ডিস্ট্রিক গেট থেকে নতুন বাসটার্মিনাল পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ ভাবে দুই শতাধিক দোকানসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠে। এতে বাসটার্মিনাল এলাকায় প্রতিনিয়ত যানজটসহ নানা ভোগান্তির শিকার হয় জন সাধারণ। জন সাধারণের অভিযোগের ভিত্তিতে ও টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ আইনের ১৯৭০/৫ এর ২ ধারা মোতাবেক এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।