গণবিপ্লব রিপোর্টঃ
মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগে টাঙ্গাইলে দৈনিক আমাদের সময় পত্রিকার প্রকাশক এসএম কল্লোল ও ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সরোয়ারসহ তিনজনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি বাদি হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে পাঁচ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। মামলার অপর অভিযুক্ত হচ্ছেন, আমাদের সময়ের প্রতিবেদক হাসান আল জাবেদ।
টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ সাতজনকে ওই মামলার স্বাক্ষী করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হাসান ভূঁইয়াকে মামলাটি তদন্ত করে আগামী ১০ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনে প্রকাশ, গত ১৮ এপ্রিল দৈনিক আমাদের সময় পত্রিকায় ‘টাঙ্গাইলে এমপি রানার ভূমিকায় ছোটমনি ও বড়মনি, এমপি ছানোয়ার তরুপের তাস’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে তাদের সম্মান ক্ষুন্ন হওয়ার অভিযোগ আনা হয়েছে। জনমনে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টির লক্ষে মিথ্যা ভিত্তিহীন মনগড়া ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। এছাড়াও টেন্ডারবাজ, চাঁদাবাজ ও পরিবহন খাত নিয়ন্ত্রণসহ বহু মিথ্যা ভিত্তিহীন কুরুচিপুর্ণ ও অমানবিক তথ্য প্রকাশ করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি টাঙ্গাইলের আদালতে হাজির হয়ে ওই মামলা দায়ের করেন।
এছাড়া, টাঙ্গাইল বাস-কোচ মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে বুধবার(২০ এপ্রিল) সন্ধ্যায় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করা হয়। তারা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, তানভীর হাসান ছোট মনি, তাবিবুর রহমান তাবিব, সাইফুল আলম তুষার, পৌর কাউন্সিলর আমিনুর রহমান আমিন প্রমুখ।