কোর্ট রিপোর্টারঃ
টাঙ্গাইলে ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার(১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ দন্ডাদেশ দেন। দন্ডিতরা হচ্ছেন, মধুপুর উপজেলার পূর্বজটাবাড়ি গ্রামের লাবলু মিয়া ও জুলহাস উদ্দিন। মামলার অপর দুই আসামী সিফাত ও নাজিম বেকসুর খালাস পেয়েছেন।
মামলার বিবরণে প্রকাশ, বিগত ২০১২ সালের ১৫ মে সন্ধ্যায় মধুপুর উপজেলার টেঙ্গরী গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে কেউ না থাকার সুযোগে দন্ডিতরা আরো কয়েকজনকে সাথে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ অবস্থায় মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলাটি তদন্তের পর্যায়ে ডিএনএ টেস্টে দন্ডিতদের একজনের মাধ্যমে মেয়েটি গর্ভবতী হয় বলে প্রমাণ পাওয়া যায়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি একেএম নাসিমুল আক্তার এবং আসামীপক্ষের আইনজীবী ছিলেন, একেএম শামীমুল আক্তার।