গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা এক্সট্রা মোহরার(নকল নবীস) অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার(২২ জানুয়ারি) চাকুরি স্থায়ী করণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার কার্যালয়ের দো’তলায় আয়োজিত সমাবেশে জেলা এক্সট্রা মোহরার(নকল নবীস) অ্যাসোসিয়েশনের (রেজি. নং-বি-১৭৪৬) সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজিম উদ্দিন, জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, খায়রুল ইসলাম, হামিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের মন্ত্রীরা বার বার নকল নবীসদের চাকুরি স্থায়ী করণের প্রতিশ্রুতি দিলেও এখনও তা কার্যকর করা হয়নি। ৯ম জাতীয় সংসদে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী সংসদকে অবহিত করার পরও বাস্তবায়ন করা হয়নি। তারা আরো বলেন, সুপ্রিমকোর্ট, হাইকোর্ট, জজকোর্ট সহ সরকারের অন্যান্য বিভাগের নকলনবীসদের চাকুরি স্থায়ী করণ করা হলেও শুধুমাত্র ভূমি রেজিস্ট্রেশন বিভাগের নকল নবীসরা বঞ্চিত হচ্ছেন। নকল নবীসরা তাদের চাকুরি স্থায়ী করণের জোর দাবি জানায়।
সমাবেশে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা সাব-রেজিস্ট্র অফিসে কর্মরত নকল নবীসরা অংশ নেয়।