গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারী ফেডারেশন এমপিও ভূক্তির দাবিতে সোমবার(২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় স্থানীয় শহীদ মিনারে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে টাঙ্গাইল জেলা শাখা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।
মানবন্ধন শেষে জেলা প্রশাসকের মাধম্য প্রধানমন্ত্রী বরারর স্মারক লিপি প্রদান করা হয়। এসময় টাঙ্গাইল জেলা শাখা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ জেলার ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।