গণবিপ্লব রিপোর্ট
টাঙ্গাইলে নাগরিক অধিকার আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌরবাসী। সোমবার(১৬ মে) সকালে নিরালা মোড়ে স্থানীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শহরের ১২, ১৩ ও ১৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন এতে অংশগ্রহন করে।
ওই তিন ওয়ার্ডের ‘ভুক্তভোগী ওয়ার্ডবাসী’ আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সমাজ সেবক মো. লুৎফর রহমান তালুকদার, ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান আমিন, ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান মামুন, ১২, ১৩ ও ১৪ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর উল্কা বেগম প্রমুখ।
বক্তারা, পৌর মেয়রের কাছে জলাবদ্ধতা, সেন্ট্রাল ড্রেন পরিস্কার, ড্রেনেজ ব্যবস্থা চালু রাখা, যাতে একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি না উঠে সে ব্যবস্থা করা, অবৈধ ইজি বাইক বন্ধ ও অবৈধ দোকানপাট ভেঙে দেয়ার দাবি জানায়।