গণবিপ্লব রিপোর্টঃ টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার(৩ নভেম্বর) জেল হত্যা দিবস পালিত হয়েছে। সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। দুপুর ১২টায় টাঙ্গাইল প্রেসকাবের সামনে থেকে জেলা আওয়ামী নবীন লীগের উদ্যোগে শোকর্যালি বের করা হয়। বাংলাদেশ আওয়ামী নবীন লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শাকিলের নেতৃত্বে শোকর্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় জেলা আওয়ামী নবীন লীগের সাধারণ সম্পাদক রবিন সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক লাবলু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সহ জেলা, উপজেলা, পৌর ও ইডনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিকাল ৩ টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামীলীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আলমগীর খান মেনু, খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লেবু প্রমুখ। সভা পরিচালনা করেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।